Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রমজান উপলক্ষে আরব-আমিরাতের দোকানগুলোতে মূল্যছাড়ের প্রতিযোগিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পবিত্র রমজান মাস উপলক্ষে আরব আমিরাতের বাজারে নিত্যপণ্যে শুরু হয়েছে মূল্যছাড়ের প্রতিযোগিতা। কিছু কিছু পণ্যে দেশটি ৫০শতাংশের ওপরে ছাড় ঘোষণা করেছে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

জানা যায়, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাজারে মূল্যছাড় শুরু হবে। এসব মূল্যছাড়ের পণ্যের মধ্যে চাল থেকে শুরু করে তেল, ডাল, চিনি, জুস ও আরো বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রয়েছে।

ভোক্তা সুরক্ষা বিভাগের প্রধান হাশিম আল নুয়ামি বলেন, পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড় থাকবে।

দেশটির অধিকাংশ বড় বড় মার্কেট, সুপারশপ, খাদ্য ও নিত্যপণ্যের দোকানগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার।

এছাড়া কেউ যাতে কোন পণ্যের দাম বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে দেশটিতে। তথ্য সূত্র: খালিজ টাইমস।

Bootstrap Image Preview