Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নির্যাতনের শিকার হন ৮৭ ভাগ নারী, বিচার পান ৩ ভাগ’

নারী ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৮:২৬ PM

bdmorning Image Preview


মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘দেশে নারী নির্যাতনের চিত্র খুবই করুন। নির্যাতনের শিকার বেশির ভাগ নারীই বিচার পান না। দে‌শে ৮৭ ভাগ নারী নির্যাতনের শিকার হচ্ছেন, যাদের মাত্র ৩ ভাগ বিচার পান।’ 

রবিবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জহুর চৌধুরী হলে 'সাহসিক নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ' শীর্ষক স্লোগানকে সাম‌নে রে‌খে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন।

তিনি ব‌লেন, ‘জানুয়ারি থে‌কে এ পর্যন্ত দে‌শে শুধু নুসরা‌তের মতো নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৩টি, ত‌বে এ সংখ্যা আরও বেশি হতে পারে। নুসরা‌তের মতো এমন নির্যাতিত নারীদেরও মাত্র ০.৩ শতাংশ বিচার পান। বা‌কিরা পান না।’

এই মানবাধিকার কর্মী বলেন, ‘কোনও শিক্ষিত ও ভালো পরিবারের ছেলেরা নারী নির্যাতনের মতো খারাপ কাজ করবে না। যারা এসব কাজ করে তারা অশিক্ষিত, তাদের ভিতর চেতনা নেই। এর জন্য আমি প্রাথমিকভাবে তাদের বাবা- মা ও পরিবারকে দায়ী করবো, তারপর রাষ্ট্রকে।’

সংবাদ সম্মেলনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ, ডিবিসি নিউজের সম্পাদক নবনীতা চৌধুরী, টিভি প্রেজেন্টার প্ল্যাটফর্ম’র ভাইস প্রেসিডেন্ট খন্দকার ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview