Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে ১০ মামলার আসামি জনি গ্রেফতার

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


পাইপগান, গুলি ও ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চাঁদপুরের মতলব উত্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জনি (৩৭)।

শনিবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে সুজাতপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জনি মতলব উত্তর উপজেলার বারহাতিয়া গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানান।

জানা যায়, চেকপোস্টে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল ফেলে পালানোর সময় একটি দেশিয় পাইপগান, ১ রাউন্ড কার্তুজ, ১টি ধারালো সুইস গিয়ার, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ জনিকে গ্রেফতার করা হয়।

পুলিশের রেকর্ডে তার বিরুদ্ধে পূর্ববর্তী আরও ৯টি বিচারাধীন মামলার তথ্য পাওয়া গেছে। তার মধ্যে ৩টি ডাকাতির প্রস্তুতি এবং ৬টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, আটককৃৃত জনি মতলব উত্তর থানা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ছাড়া নিজের একটি সংঘবদ্ধ গ্রুপ নিয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করারও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেত না।

Bootstrap Image Preview