Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিয়ার শাসনামলে সেনা সদস্যদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আইনে সেনা সদস্যদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সে সময় যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মরদেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে এবং এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে সেনাবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, স্বশস্ত্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে।

রবিবার জিয়াউর রহমানের শাসনামলে ক্ষতিগ্রস্ত ৮৮টি পরিবারের সদস্যদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রিট দায়েরকারী আইনজীবী মতিউর রহমান বলেন, রিটের পক্ষে আদালতে শুনানি করবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

রিট আবেদনটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করা হবে বলেও জানান রিটকারীদের আইনজীবী মতিউর রহমান।

Bootstrap Image Preview