Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়ক মেলা

হারুন উর-রশিদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী চাঁদপাড়া মন্দির চত্বরে দিনব্যাপী ঐতিহ্যবাহী চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও বহন করতে প্রতি বছরের মতো পৌর এলাকার চাঁদপাড়া মন্দির কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী এই চড়ক মেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে মেলার মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকেরা চরক পূজা ও বিভিন্ন নিয়মাবলির মাধ্যমে চরক মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ চড়ক পূজাকে কেন্দ্র করে সেখানে মেলা বসানো হয়। স্থানীয় ভাষায় এ মেলাকে বলা হয় পিঠফোঁড়া মেলা। চড়ক খেলোয়াড় হিসেবে এবার অংশপ্রহণ করেন অরবিন্দু রায়।

ঐতিহ্যবাহী এই মেলা পরিদর্শন করেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন মন্ডল।

মেলা পরিদর্শনের সময় পৌর মেয়র বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষা করতে মন্দির কমিটি এ মেলার আয়োজন করেছে তা অত্যন্তান্ত প্রশংসনীয়।

মেলা কমিটির সভাপতি সুরজিৎ কুমার দাস জানান, এই চরক মেলা প্রায় ২০ বছর ধরে মন্দির কমিটির উদ্যোগে আয়োজন করে আসছে।প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাংলা সনের চৈত্রসংক্রান্তির মাঝামাঝি সময় শত বছর ধরে এই চড়ক পূজা ও মেলার আয়োজন করে। তারই অংশ হিসেবে এই চড়ক মেলার আয়োজন করা হয়।

মেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমতে দেখা যায়, সেই সঙ্গে চড়ক মেলাকে কেন্দ্র করে মেলায় রকমারি দোকান বসতে দেখা গেছে। মনোহরী দোকানগুলো ছিলো শিশুদের মূল আকর্ষণস্থল।

Bootstrap Image Preview