Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় দুই জিহাদি গোষ্ঠীর হামলায় নিহত ২২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৪:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাঞ্চলে দুটি জিহাদি গোষ্ঠীর হামলায় ২২ সামরিক ও বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শনিবার মধ্যরাতের দিকে আলেপ্পোর উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে। খবর যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ায় আল কায়েদার পূর্বকালীন শাখা গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) ও এর সহযোগী গোষ্ঠী হুরাস আল দ্বীন- এ হামলা দুটি চালিয়েছে।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, জিহাদি গোষ্ঠী হামলা চালালে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

সংস্থাটি আরও জানায়, হামলার জবাবে সেনাসদস্য ও রাশিয়ান এয়ারক্রাফট জিহাদিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে আটজন জিহাদি ও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হন।

Bootstrap Image Preview