Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গো-মূত্রে নয়, সার্জারিতে সেরেছে প্রজ্ঞার স্তন ক্যান্সার: চিকিৎসক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের ভোপালে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর সম্প্রতি দাবি করেন, গরুর মূত্র খেয়ে তার স্তন ক্যান্সার ভালো হয়েছে।

কিন্তু, চিকিৎসক ডা. এসএস রাজপুত তার এ দাবি নাকচ করে দিয়ে জানিয়েছেন, প্রজ্ঞার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে।

ডা. রাজপুত লখনৌয়ের রাম মানোহার লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেসের একজন কার্ডিওভাস্কুলার সার্জন।

ভারতের দ্য হিন্দু পত্রিকাকে ডা. রাজপুত বলেন, ২০০৮ সালে মুম্বাইয়ের জেজে হাসপাতালে প্রথম আমি প্রজ্ঞার অস্ত্রোপচার করি। ওই সময় তার ডান বুকে একটা টিউমার ছিল। এরপর টিউমারটি আবার দেখা দিলে ২০১২ সালেও আমিই আবার প্রজ্ঞার অস্ত্রোপচার করি।

তিনি বলেন, প্রজ্ঞার স্টেজ-১ পর্যায়ের মারাত্মক ক্যান্সার হয়েছিল এবং সার্জারির সময় টিউমারের সঙ্গে সঙ্গে তার ডান স্তনের এক-তৃতীয়াংশ ফেলে দিতে হয়েছিল।

ডা. রাজপুত আরো বলেন, ২০১৭ সালে প্রজ্ঞার জামিন হলে রাম মানোহার লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেসে সার্জারির মাধ্যমে তার দুটি স্তনই কেটে ফেলা হয়।

গো-মূত্র খাওয়ায় ক্যান্সার সেরে গিয়েছিল সাধ্বী প্রজ্ঞা যে দাবি করেছিলেন, চিকিৎসকের বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত।

ইন্ডিয়া টাইমস বলছে, প্রজ্ঞার এই হাস্যকর দাবির পর ব্যাপক সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে চিকিৎসক গোষ্ঠী অভিযোগ করছেন, প্রজ্ঞা হাতুড়ে চিকিৎসাকে উৎসাহিত করছেন।

মালেগাঁও বিস্ফোরণ মামলার আসামি সাধ্বী প্রজ্ঞা জামিনে জেলের বাইরে আছেন এবং চলমান লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Bootstrap Image Preview