Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিসরের প্রেসিডেন্টের বিরুদ্ধে সুদানে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০১:০২ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সুদানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সুদানের হাজারো জনতা।

শনিবার (২৭ এপ্রিল) সুদানের রাজধানী খার্তুমে তারা এ বিক্ষোভ করে।

জানা যায়, বিক্ষোভকারীরা খার্তুমের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমান শহর থেকে একটি মিছিল নিয়ে খার্তুমে কায়রো দূতাবাসের উদ্দেশে সিসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। বিক্ষোভকারীরা তাদের স্লোগানে বলছিলেন, এটা সুদান, এটা তোমার সীমানার ভেতরে অবস্থিত নয়। বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ মিছিল সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের ৩০ বছরের শাসনের অবসানের পর গত ১১ এপ্রিল সুদানের সেনাবাহিনী ওমর আল-বাশিরকে গ্রেফতার করে।

গত মঙ্গলবার কায়রোতে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সুদানের বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সেনাবাহিনীকে তিন মাসের সময় দেয়ার আহ্বান জানায় মিসর।

Bootstrap Image Preview