Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১২:৪১ PM

bdmorning Image Preview


'বঙ্গবন্ধু সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূলে লিগ্যাল এইডে আইনি সেবাদান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। 

জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা জজ আদালত কার্যালয় চত্বর থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে ঘুরে পুনরায় নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিটি শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ জনাব মোঃ আতাবুল্লাহ্ এবং জেলা লিগ্যাল এই কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মেহের নিগার সূচনা। এছাড়া লিগ্যাল এইডের পক্ষে ভালো কর্মদক্ষতা দেখানোর জন্য মেহের নিগার সূচনাকে সম্মাননা জানানো হয়।

এদিকে নরসিংদী জজ কোর্টের বিভিন্ন বিচারক ও ম্যাজিস্ট্রেটের ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ও আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া। আরও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সিভিল সার্জন ও লিগ্যাল নোটিশের বিচার পাওয়া পাওয়া লোকজন এবং সকল আইনজীবীগণ।

আইনজীবী সূত্রে জানা গেছে, গত ২০১২ থেকে মার্চ, ২০১৯ পর্যন্ত ২৫১৯ জন নারী এবং ১২৪৩ জন পুরুষ, মোট ৩৭৬২ জনকে আইনগত সেবা প্রদান করা হয়েছে। ২০১৩ থেকে মার্চ, ২০১৯ পর্যন্ত ফৌজদারী ৩৫০ টি, দেওয়ানী ১১ টি এবং পারিবারিক ১৪৯ টি মামলা সহ মোট ৫১০ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ২০১৩ থেকে মার্চ, ২০১৯ পর্যন্ত ৪৬৮ জন নরসিংদী জেলা কারাগারে আটক বন্দীদেরকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ পদ্ধতিতে ২০১৫ থেকে ২০১৯ (মার্চ) পর্যন্ত পারিবারিক ২৭৫ টি, ফৌজদারী ৩৫৬ টি সহ মোট ৬৩১ টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। ২০১৫-২০১৯ (মার্চ) পর্যন্ত মোট ৮১,০০,২০০/- (একাশি লক্ষ দুইশত) টাকা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আদায় করা হয়েছে।

Bootstrap Image Preview