Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাব চুরি করতে গিয়ে গাছে আটকা চোর, উদ্ধার করল ফায়ার সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডাব চুরি করতে গিয়ে এক যুবক গাছেই আটকে যায়। আনন্দ কুমার দাস (২৯) নামের ওই যুবকে পরে  পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে।

শনিবার দুপুর দুইটার দিকে কুলিয়ারচর উপজেলার বিএডিসি ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চুরি করে ডাব খাওয়ার জন্য আনন্দ কুমার কুলিয়ারচর বিএডিসি ডাকবাংলো সংলগ্ন একটি নারিকেল গাছে ওঠে। পরে আর নামতে না পেরে নারিকেল গাছের ওপর থেকে ডাক-চিৎকার শুরু করে।

এ সময় রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা নারিকেল গাছের ওপর আনন্দকে আটকে থাকতে দেখে কুলিয়ারচর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কুলিয়ারচর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর মইয়ের সাহায্যে তাকে নারিকেল গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হয়।

ডাব চুরি করার কথা স্বীকার করে আনন্দ কুমার জানায়, প্রচণ্ড গরমের কারণে নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে সে আর নামতে পারছিল না।

Bootstrap Image Preview