Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ে করতে এসে হাতেনাতে ধরা বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাল্যবিয়ে করতে এসে বিয়ের আসরেই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হাতে ধরা খেলেন বর শাকিল ইসলাম (২০)। সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করার অপরাধে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ খেংটিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত বর শাকিল ইসলাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পাটগ্রামের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল করিম জানান, শুক্রবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে হাজির হয় শাকিল। এমন খবরের ভিতিতে ৬৫ খেংটিবাড়িতে গেলে আমন্ত্রিত অতিথিসহ বরযাত্রী ও কনের বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে সেখান থেকে বর শাকিলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হতে পারে।

Bootstrap Image Preview