Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে স্কুলের সততা স্টোর চুরি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


কোমলমতি ছেলে-মেয়েরা সততায় গড়া বিক্রয় প্রতিষ্ঠান সততা স্টোরটি ভালবাসায় জড়িয়ে রাখলেও চোর শোনেনি ধর্মের কাহিনী। তাই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের জন্য গড়া সততা স্টোর চুরি হয়ে গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে খাতা-কলম, চকলেট, বিস্কুট ও অন্যান্য খাদ্যদ্রব্যসহ দোকানের প্রায় ২০ হাজার টাকা মূল্যের সব মালামাল চুরি হয়ে গেছে।

চোরের দল শুধু পুরো সততা স্টোরই লুট করেনি। স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে আলমারী ভেঙে ভিতরে থাকা স্কুলের ল্যাপটপ, প্রোজেক্টর, পরিক্ষার্থীদের রেজিষ্টেশনের ৪৫ হাজার নগদ টাকাও চুরি করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান অভিযোগ করে জানান, স্কুলের পাহারাদার হিসেবে কর্মরত শমেষ আলীর মৃত্যুর পর বেশ কিছু হয়ে গেলেও আর কোন পাহাড়াদার নিয়োগ ছিল না স্কুলে। এ দিকে আমার মেয়ে অসুস্থ্যতার কারণে ঢাকায় চিকিৎসারত থাকায় আমি তার কাছে ছিলাম বলে সুযোগ বুঝে গত শুক্রবার গভীর রাতে চোর দল স্কুলের ভিতরে প্রবেশ করে।

তিনি বলেন, চোরেরা স্কুলের অফিসের তালা ভেঙে সততা স্টোরের যাবতীয় মালামাল এবং ষ্টিলের আলমারী ভেঙে ল্যাপটপ, প্রোজেক্টর, পরিক্ষার্থীদের রেজিষ্টেশনের ৪৫ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার সকালে শিক্ষকেরা এসে বিষয়টি দেখে থানা পুলিশকে অবহিত করা হয়।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসআই মোক্তার হোসেনকে পরিদর্শনে পাঠায়। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা আসলেই আমাদের হতাশ করেছে। তাই গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview