Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের সেরা কাজের জন্য ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ দেওয়া হবে আজ। বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসছে ২১তম এই আসর।

প্রতিবারের মতো জমকালো পরিবেশনা আর দেশের শীর্ষস্থানীয় তারকাদের উপস্থিতিতে এ আয়োজন পরিণত হবে এক মিলনমেলায়। দেওয়া হবে ‘সমালোচক পুরস্কার’। বিনোদন অঙ্গনে অবদান রাখার জন্য একজন গুনী শিল্পীকে দেওয়া হবে ‘আজীবন সম্মাননা ’

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ অনুষ্ঠান শুরু হবে, ইতিমধ্যে সকল প্রস্ততি শেষ হয়েছে। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ উপলক্ষে বৃহস্পতিবার সারা দিনই প্রস্তুতিতে কাটিয়েছেন শিল্পীরা, নাচ-গানসহ নানা পরিবেশনায় মুখরিত করতে প্রস্তুত নিচ্ছিলো তারা।

সেখানে গিয়ে দেখা যায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের এসরাজ শিল্পীদের। কাঁধের কালো ব্যাগের যন্ত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তারা। এদের মুখে শোনা যাবে শাস্ত্রীয়সংগীত। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী আরমিন মুসা দলবল নিয়ে গাইছিলেন ‘না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়’ গানটি। চিরকুট ব্যান্ডের এই গান গেয়ে সাউন্ড চেক করছিলেন তারা। 

মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজনে থাকছে তাদের পরিবেশনা। শেষ মুহূর্তে যন্ত্রপাতিগুলো যেন বেঁকে না বসে, সে জন্যই যন্ত্র ও শব্দ নিয়ে অনুশীলন। কিন্তু তারা গাইবেন নাকি নাচবেন? সেটি না হয় চমক হিসেবেই থাকুক।

সপরিবেশনা দেখা যাবে মিস বাংলাদেশী ঐশি। এক ভিন্নরূপে দেখা যাবে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে তাকে। সবাই সেরে নিচ্ছেন শেষ প্রস্ততি। আরো উপস্থিত ছিলেন পরীমনি, তমা মির্জা, মুমতাহিনা টয়া, তানজিন তিসাসহ প্রমুখ। টয়াকে দেখা গেল অনুশীলনের ফাঁকে বন্ধু ও সহকর্মীদের ধরে টিকটক অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরি করছেন। তার এই আনন্দ ছড়িয়ে পড়েছে অন্য শিল্পী ও আয়োজকদের মধ্যেও।

বিভিন্ন ক্যাটাগড়িতে মনোনিত শিল্পীদের পুরস্কার প্রদান করা হবে। 

পুরস্কার তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে থাকবে তারকাদের নাচ, গান ও কৌতুক পরিবেশনা। লালগালিচার ওপর দিয়ে হেঁটে তারকারা ঢুকবেন হল অব ফেমের মূল মিলনায়তনে। প্রতিবার এই অংশটুকু একটি ভিন্ন মাত্রা যোগ করে এ অনুষ্ঠানে।

Bootstrap Image Preview