Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালমানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০২:৪৮ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


বলিউডের ভাইজান নামে খ্যাত সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন তার এক ভক্ত।

সম্প্রতি সাইকেলে চড়ছিলেন সালমান। প্রিয় তারকার এমন দৃশ্য দেখে সামলাতে পারেননি সেই ভক্ত। পকেট থেকে মুঠোফোনটি বের করে ভিডিও করা শুরু করলেন তিনি।

হঠাৎ করেই তার হাত থেকে ফোনটি কেড়ে নেন সালমান খান। সেই ভক্ত ডিএন নগর থানায় সালমানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। অনুমতি না নিয়ে ভিডিও করার জন্য সালমানের দেহরক্ষী উল্টো অভিযোগ করেছেন ওই ভক্তের বিরুদ্ধে।

যদিও অভিযোগপত্রে ওই ভক্ত লিখেছেন ভিডিও করার আগে তিনি সালমানের দেহরক্ষীর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন। এমনকি সালমান ও তার দেহরক্ষী ওই ভক্তের সঙ্গে খারাপ ব্যবহারও করেছেন।

এ বিষয়ে এখনো সমাধান আসেনি। পুলিশও অভিযোগের বিষয়ে কিছু করেননি। জানা গেছে, সালমান ওই ভক্তের মোবাইলটি আর ফেরত দেবেন না। এ নিয়ে বলিউডে চলছে নানা গুঞ্জন। একজন সুপারস্টার হয়ে ভক্তের মোবাইল ছিনিয়ে নেয়ার কাজটি কিভাবে করতে পারেন সেটা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

Bootstrap Image Preview