Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮শ’ ৭৪ জন ভোটারের মধ্যে ৩শ’ ৮১ জন অভিভাবক ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

ভোটের ফলাফলে অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ আতাউর রহমান (প্রাপ্ত ভোট ২৮১), বাদল চন্দ্র প্রামানিক (প্রাপ্ত ভোট ২৭৮), নিরঞ্জন চন্দ্র সরকার (প্রাপ্ত ভোট ২৬৭) ও মোঃ আবু মুসা (প্রাপ্ত ভোট ১৯১) পেয়ে নির্বাচিত হয়।

এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি মোছাঃ নারগিস বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ভক্তি কুমার ঝাঁ, মোঃ হারুন-উর-রশীদ ও মোছাঃ হোসনেআরা বেগম।

প্রিজাইডিং অফিসার ফুলবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম জানান, কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Bootstrap Image Preview