Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভ্যাট বৃদ্ধি করায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ 

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১০:৩৩ AM

bdmorning Image Preview


পাথর আমদানিতে এসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধি করায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকল ধরণের পাথর আমদানি বন্ধ করে দিয়েছে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সি এন্ড এফ এজেন্ট) ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থলবন্দর দিয়ে মূলত পাথর আমদানি বেশি হয়ে থাকে। ব্যবসায়ীরা সকল ধরণের পাথর আমদানি বন্ধ করায় পুরো বুড়িমারী বন্দর জুড়ে বিরাজ করছে অচলাবস্থা। ফলে বেকার হয়ে পড়ছে ওই স্থলবন্দরের হাজারো শ্রমিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে পাথর আমদানিতে টন প্রতি ১০ ডলারের পরিবর্তে রংপুর কাস্টমস বন্ড কমিশনারেটের এক মৌখিক নির্দেশে ১২ ডলার এসেসমেন্ট ভ্যালু ভ্যাট আদায় করা হচ্ছে। বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা অতিরিক্ত ২ ডলার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহারের দাবিতে ৩ দিন ধরে ধর্মঘটের ডাক দেয়।

দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরে ভারত, ভুটান থেকে পাথর ছাড়া স্বল্প পরিসরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি হলেও বৃহত্তর কর্মযজ্ঞ বন্ধ হয়ে রয়েছে পাথর আমদানি না হওয়ায়।  

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, পাথর আমদানিতে টন প্রতি ১০ ডলারের পরিবর্তে ১২ ডলার এসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধি করায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকল ধরণের পাথর আমদানি বন্ধ করা হয়েছে। পাশাপাশি ভুটানের পাথরের দাম বৃদ্ধির কারণেও পাথর আমদানি বন্ধ রয়েছে। একইভাবে বাংলাবান্ধা, সোনাহাট স্থলবন্দর দিয়ে এসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধির কারণে স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রেখেছে। আমরা অবিলম্বে প্রতি টনে এসেসমেন্ট ভ্যালু ভ্যাট অতিরিক্ত ২ ডলার বৃদ্ধির নিদের্শ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

রংপুর কাস্টমস বন্ড কমিশনারেট আহসানুল হক ও বুড়িমারী সহকারী কমিশনার (এসি) বেলাল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

এছাড়া অপর এক কাস্টমস কর্মকর্তা বলেন, এটা এনবিআর-এর সিদ্ধান্ত। রংপুর সার্কেল অফিস থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview