Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে প্রতি ১০ জনের ৭ জন নারীই পকীয়ায় আসক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


ভারতে ১০ জন নারীর মধ্যে সাতজনই তাদের স্বামীকে ঠকান। সম্প্রতি ‘ডেটিং অ্যাপ গ্লিডেন’ নামের একটি অ্যাপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অ্যাপটি ব্যবহারকারী প্রায় পাঁচ লাখ ভারতীয় পুরুষ ও নারীর উপর একটি সমীক্ষা চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

সমীক্ষায় উঠে এসেছে, প্রতি ১০ জনের মধ্যে সাতজন নারী পরপুরুষের সঙ্গে পরকীয়ায় মজে থাকেন। কিন্তু কেন? এর উত্তরে কেউ বলেছেন, স্বামীকে বাড়ির কোনো কাজে তারা প্রয়োজনমতো পান না। কারো বক্তব্য, দীর্ঘদিনের দাম্পত্য জীবন নিরস হয়ে পড়েছে। আলাদা কোনো উত্তেজনা তারা আর বিবাহিত জীবন থেকে পাচ্ছেন না। তাই পরকীয়ায় জড়িয়ে পড়ছেন তারা।

চমকে দেওয়ার মতো আরও তথ্য রয়েছে। গ্লিডেন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা- এই তিন শহরের নারীরা সব থেকে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন।

গ্লিডেন বলছে, ১০ এর মধ্যে চারজন নারী দাবি করেছেন যে পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর তাদের স্বামীর সঙ্গে সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত হয়েছে। পাঁচ লাখ গ্লিডেন ইউজার-এর মধ্যে ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারী পরকীয়ায় জড়ানোর কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন। সমীক্ষায় দেখা গেছে, ৩৪ থেকে ৪৯ বছরের নারীদের মধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা বেশি।

পাঁচ লাখ ইউজার-এর মধ্যে ৭৭ শতাংশ নারী জানিয়েছেন, দাম্পত্য জীবন নিরস হয়ে যাওয়াই তাদের পরকীয়ায় জড়িয়ে পড়ার অন্যতম কারণ। বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা আলাদা উত্তেজনা অনুভব করছেন বলেও দাবি করেছেন। উল্লেখ্য, ২০০৯-এ ফ্রান্সে লঞ্চ করেছিল ডেটিং অ্যাপ গ্লিডেন। ২০১৭ সাল থেকে ভারতে পথচলা শুরু করেছিল এটি। 

Bootstrap Image Preview