Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


অবসর ভাতা এবং কল্যাণ তহবিলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা থেকে চার শতাংশ কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজনে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধন পালিত হয়।

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% চাঁদা কর্তনের গেজেট বাতিল ও ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আমির হোসেন, মহিলা সম্পাদীকা নাজমা বেগম শিপা,বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন, কোম্পানীগঞ্জ শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকরা সব সময় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারকর্তৃক মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কল্যাণ ভাতা কর্তন বন্ধ ও জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হোক। আমরা চাই সরকারি শিক্ষকদের মতো আমাদেরও মূল্যায়ন করা হোক।

মানববন্ধন শেষে দাবি আদায়ে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর নিকট স্মারকলিপি পেশ করা হয়।

Bootstrap Image Preview