Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিজবুল্লাহকে সযোগিতা করায় দুই ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১২:১১ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


লেবাননের হিজবুল্লাহ সম্পর্কিত দুই ব্যক্তি ও তিনটি ফার্মের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ (ওপিএসি) বলছে, বেলজিয়ামভিত্তিক ওয়ায়েল বাজ্জির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছেন। কারণ তিনি তার বাবা হিজবুল্লাহর অর্থদাতা মোহাম্মদ বাজ্জির পক্ষে কাজ করছেন।

এ ছাড়া বেলজিয়ামের দুটি কোম্পানি ও ব্রিটিশভিত্তিক বাজ্জির নিয়ন্ত্রিত একটি ফার্মকেও তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন।

লেবাননভিত্তিক হাসান তাবাজিকেও নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন রাজস্ব বিভাগ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভাই আদহাম তাবাজহার পক্ষে কাজ করছেন। আদহামও হিজবুল্লাহর অর্থদাতাদের একজন।

যুক্তরাষ্ট্র তাদের সম্পদ জব্দ করা ছাড়াও তাদের সঙ্গে কাজ করা থেকে মার্কিন নাগরিকদের বিরত রাখবে।

হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি আন্ডার সেক্রেটারি সিগাল মানডেলকার এক বিবৃতিতে বলেন, আমরা হিজবুল্লাহকে অর্থ সহায়তাকারীদের হন্যে হয়ে খুঁজছি। তাদের দুটি গুরুত্বপূর্ণ অর্থদাতাকে এ জন্যই নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে।

Bootstrap Image Preview