Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রমজান উপলক্ষে মসজিদুল হারামের কোরআন অ্যাপ চালু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১১:৪৩ AM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পবিত্র রমজান উপলক্ষে মুসলিম বিশ্বের তীর্থস্থান পবিত্র মসজিদুল হারামাইনে চলছে নানা ধরনের প্রস্তুতি ও তোড়জোড়। রমজান উপলক্ষে পবিত্র মসজিদুল হারাম এবার চালু করলো মাসহাফুল হারামাইন কোরআন অ্যাপস।

বুধবার (২৪ এপ্রিল) মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড.শায়খ প্রফেসর আবদুর আস-সুদাইস অ্যাপটি উদ্বোধন করেন।

মসজিদুল হারামের কোরআন অ্যাপটি পবিত্র কোরআনুল কারিমের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হিসেবে বিবেচিত হচ্ছে। এ অ্যাপ চালু করার মাধ্যমে বাস্তব দুনিয়ার সঙ্গে কম্পিউটারে তৈরি তথ্যচিত্র যোগ করে প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে পরাবাস্তবতা সংযোজন করে দেওয়া হয়েছে।

এছাড়াও এ অ্যাপটিতে দেখে দেখে কোরআন তেলাওয়াতের ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কোরআনের কপির দৃশ্যায়ন করা হবে। কোরআনের পৃষ্ঠা নম্বর ও আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যাও (আত-তাফসির আল-মুয়াসসার) পাঠক চাইলে পড়তে পারবেন।

পাশাপাশি কোরআনের শাব্দিক অর্থের কিতাব ‘আল-মুয়াসসার ফি গরিবিল কোরআনুল কারিম) ও নজর বুলানোর ব্যবস্থা রয়েছে।

অ্যাপটির আরেকটি চমৎকার দিক হচ্ছে, পাঠক শায়খ আবদুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত শুনতে পাবেন।

আধুনিক প্রযুক্তিনির্ভর এ অ্যাপটি মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের আগ্রহ ও সৌদি বাদশাহ এবং তাদের ভিশন- ২০৩০ এর অংশ হিসেবে চালূ করা হয় বলে জানা গেছে।

Bootstrap Image Preview