পৃথিবী তুমি কার জন্য এমন করছো?
বাঁচার জন্য কোথায় যাবো বলবে কি আমায়!
মায়ের আদরের জায়ান আমি,
কথায় কথায় কোরআন পড়ি।
আল্লাহ আমার সৃষ্টিকর্তা,
সকাল বিকাল মুখে বলি।
হৃদয় আয়নাতে কোরআন পড়ি,
মুসলিম আমি বিশ্বাসের সাথে।
বাঁচার বড় ইচ্ছে ছিলো, মায়ের আদরের কোলে।
সকাল বিকাল মা যে আমার ছায়া হয়ে ছিলো।
বোমার আঘাতে ছোট দেহ!
প্রাণ যে ছেড়ে গেলো।
মানবতা তুমি এমন কেন?
বুঝার আগে, চলে যেতে হলো বিশ্ব মায়া ছেড়ে।
মা আমি যাচ্ছি দেশে, কাঠের বক্সে করে।
ধর্ম তুমি ওদের বলে দাও!
লাশের মিছিল ধর্ম বিশ্বাস করে না।
লেখক-বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম