Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসহায় প্রতিবন্ধীর পাশে ইউএনও

জামশেদুর রহমান, সেনবাগ প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


অসহায় প্রতিবন্ধী বাবুল মিয়ার পাশে দাঁড়িয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুর রহমান। ইউএনও’র মানবিকতায় প্রতিবন্ধী বাবুল মিয়া পাচ্ছেন কৃষি খাস জমি ও তার সন্তানদের লেখাপড়ার খরচ চালানোর জন্য নগদ অর্থ।

জানা যায়, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান এবং চাষাবাদের জন্য ৭ শতাংশ সরকারি খাস জমিন প্রতিবন্ধী বাবুল মিয়ার নিকট হস্তান্তর করেন।

প্রতিবন্ধী বাবুল মিয়া উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের আবদুল গোরফানের পুত্র। সে জম্মগতভাবে প্রতিবন্ধী। তার ৫ পুত্র ও ২ কন্যা সন্তান রয়েছে। তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন। তার এক পুত্র মামুন ৫ম শ্রেণি (এবতেদায়ী) পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে বর্তমানে ছাতারপাইয়া কারামাতিয়া দাখিল মাদ্রাসা ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত আছে। এবং তার বাকি সন্তানরাও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করছেন।

মেধাবী ছাত্র মামুনের পিতা প্রতিবন্ধী হয়েও তার সন্তানদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তিনি মুখ খুলে কারো কাছ থেকে কখনো ভিক্ষাবৃত্তি চান না। কেউ নিজ ইচ্ছায় টাকা পয়সা সহযোগিতা করলে সেই টাকা দিয়ে চলে ৯ জনের সংসার ও তার সন্তানদের লেখাপড়ার খরচ। পৈত্রিক সূত্রে পাওয়া এক শতক জায়গার ওপর নির্মিত একটি ঝুবড়ি ঘরে বসবাস করে কখনো কখনো উপবাস থাকতো হয় তাদের।

সম্প্রতি ছাতারপাইয়া কারামাতিয়া দাখিল মাদরাসার একটি অনুষ্ঠানে প্রতিবন্ধী বাবুলের ছেলে মামুন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের হাত থেকে মেধাবৃত্তির পুরষ্কার গ্রহণকালে মামুন ও তার প্রতিবন্ধি পিতা বাবুল মিয়ার নিকট দৃষ্টি পড়ে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের।

এরপর তিনি মেধাবী সন্তানের পিতা প্রতিবন্ধী বাবুলকে সরকারি কৃষি খাস জমি বন্দোবস্তের নির্দেশ দেন এবং তার সন্তানদের লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতার ঘোষণা দেন। এরই জেরে বুধবার ছাতারপাইয়া কারামতিয়া মাদরাসা অফিস কক্ষে মাদরাসার সুপার নুরুল ইসলাম ও ইউনিয়ন ভুমি সহকারী ফয়েজ উল্লাহ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা মেধাবী শিক্ষার্থী মামুন ও তার ভাই বোনদের লেখা পড়ার জন্য (১০,০০০) দশ হাজার টাকা বাবুল ও তার ছেলে মামুনের হাতে হস্তান্তর করেন।

এ ব্যাপারে সেনবাগ উপজেলা নিবার্হী অফিসার মিনহাজুর রহমান জানান, সকলে মিলে সহযোগিতা করলে মেধাবী শিক্ষার্থী মামুন ও তার ভাইবোন এবং প্রতিবন্ধী বাবুল মিয়া ভিক্ষা ভিত্তি না করে কর্মীর হাতে রুপান্তর হতে পারে। তাই সকলে মিলে তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা উচিত।

Bootstrap Image Preview