Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষ, আহত ৪

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১২:২১ PM

bdmorning Image Preview


নরসিংদীর পাঁচদোনায় চাঁদা আদায়ের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে পাঁচদোনা বাজারের পরিবহন অফিসে দুই পক্ষের মধ্যে চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে জড়িয়ে যায় মুখোমুখি সংঘর্ষে। সংঘর্ষ চলাকালে এই অফিসের কর্মকর্তা শাহিনসহ তার ৩ বন্ধু গুরুতর আহত হন।

অধিকাংশ শ্রমিকরা প্রতিদিন সন্ধ্যা হতে না হতে কে কত টাকা নিবে তা নিয়ে প্রায় দীর্ঘ দেড় ঘন্টা আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে সভাপতি মোটা অঙ্কের চাঁদার ভাগ নিতে দাবি করলে জড়িয়ে যায় এই সংঘর্ষ।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এই পরিবহন অফিসে প্রতিনিয়ত চাঁদার টাকা নিয়ে সংঘর্ষ এবং হাতাহাতি হয়। কেউ কেউ একটু প্রভাবশালীহলেই নিয়ে নেয় মোটা অঙ্কের ভাগ।

এদিকে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অফিসে সংঘর্ষ হচ্ছে এটা আমি দেখেছি। যেহেতু আমার যানজট নিরসন করার দায়িত্ব তাই ঐ দিকে কোন নজর না দিয়ে আমি আমার যানজট নিরসন করতে ব্যস্ত সময় পার করছি।

সম্প্রতি সময়ে এই অফিসে মোটা অঙ্কের চাঁদা প্রতিনিয়ত তোলায় প্রায় সময়ই বিভিন্ন পরিবহনের মালিকরা চাঁদার টাকা না দিলে হয় লাঞ্চিত।

ঘটনার সংবাদ শুনে মাধবদী থানাধীন পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ খান ঘটনাস্থল পরিদর্শন করেন ও রক্তাক্ত জখম অবস্থাগুলো তার মোবাইল দিয়ে ধারণ করে নিয়ে যান।

এসময় সংবাদকর্মী তার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই গন্ডগোল যেই সৃষ্টি করুক না কেন তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা পরিবহন শ্রমিকরা জানান, প্রতিদিন এই ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিটি লোকাল গাড়ি বাবদ দিতে হয় ৪০ টাকা চাঁদা। আর সিলেট পরিবহনের দিতে হয় ৮০ টাকা চাঁদা। প্রতি মাসে ৩২ লক্ষ টাকা চাঁদা উঠে। এই চাদার টাকা নিয়েই প্রতিনিয়ত ঘটে সংঘর্ষ।

Bootstrap Image Preview