Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ সেলিমের জামাতার লিভারে বোমার স্প্লিন্টার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মেয়ের জামাই মশিউল হক চৌধুরীর সর্বশেষ অবস্থা সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানিয়েছেন, এখনোও শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। এখনো শঙ্কা মুক্ত নন। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জানাজার মাঠ দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান শেখ সেলিম।

তিনি জানান, তার জামাতার শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রপচার করা হয়েছে। লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। স্টমাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আইসিইউতে আছে। ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।

শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বলেন, বুধবার (২৪ এপ্রিল) বেলা ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফয়েল আহমেদ বলেন, ‘এ ঘটনায় আমরা মর্মাহত, ক্ষতিগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবেও অত্যন্ত মর্মাহত। শেখ সেলিম আমার অত্যন্ত কাছের মানুষ। তার নাতির এ ঘটনা একটি পরিবারের ওপর নির্মম আঘাত। আপনারা জানেন কাল লাশ আসবে, বনানী মাঠে জানাজা হবে, আপনারা সবাই দোয়া করবেন।’

অপরদিকে বোমায় নিহত মশিউলের ছেলে জায়ান চৌধুরীর লাশ আগামীকাল দেশে আসছে। এ তথ্য জানিয়ে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ এ সময় বলেন, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলংকা এয়ারলাইনসের একটি ফ্লাইটে জায়ানের লাশ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, শ্রীলংকায় গির্জা ও রেস্তোরাঁয় রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ৩১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি মানুষ। বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার।

Bootstrap Image Preview