Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

ডিমলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৬:১৬ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় পূর্ব ছাতনাই (কলনি) ইউনিয়নে ছাতনাই বারবিশা গ্রামে আবুল কাশেমের পুকুরে বিষপ্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই বারবিশা গ্রামের মোহাম্মদ হাছেন আলীর পুত্র আবুল কাশেমের বাড়ীর সংলগ্ন মাছ চাষের জন্য ২৫শতক জমিতে ৪০ হাজার টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। গতকাল সোমবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে। প্রায় ২০ মন মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য ১লক্ষ বিশ হাজার টাকা।

আবুল কাশেম বলেন, মানুষ আমার এত বড় সর্বনাশ করবে তা ভাবতে পারি নাই। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের উচিত বিচার হওয়া দরকার।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

 

Bootstrap Image Preview