Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনারের উপরও হামলা চালিয়েছিল হাশিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৫:৩২ PM

bdmorning Image Preview


গতকাল শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৯০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো ৫ শতাধিক লোক।

আর এই হামলার পর হামলাকারী এবং মাস্টারমাইন্ড হিসেবে ইসলামি চরমপন্থী মৌলভী জহরান হাশিমকে চিহ্নিত করা হয়েছে। তিনি একজন চরমপন্থী ইমাম। এ হামলায় তার জড়িত থাকার বিষয়ে দাবি করছে ইসরায়েলি মিডিয়া জেরুজালেম পোষ্ট। 

মৌলভী জহরান হাশিম শ্রীলঙ্কা ন্যাশনাল তৌহিদ জামায়াত দলের গুরুত্বপূর্ণ প্রচারক ছিলেন। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন জানানো হয়েছে,  চলতি মাসের গোড়ার দিকে কলম্বোতে ভারতীয় হাইকমিশনারকে আক্রমণ করতে চেয়েছিলেন হাশিম। কিন্তু তার ওই হামলা ব্যর্থ হয়ে যায়। 

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৪ এপ্রিল এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। ইষ্টার সানডেতে বোমা হামলাগুলোর অন্তত দুটি ছিল আত্মঘাতী হামলা। 

গতকাল ওই হামলার ঘটনার পর হাশেমের নাম সোশ্যাল মিডিয়ায় প্রথম উল্লেখ করেন আল-জাজিরার সাংবাদিক সাইফ খালিদ।

Bootstrap Image Preview