Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাফিক আইন অমান্য করায় ৯০৭টি গণপরিবহনে তল্লাশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview


নগরবাসীর সাধারণ জীবন যাত্রায় স্বস্তি ফিয়ে আনার লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা স্পেশাল টাস্কফোর্স ২৭তম দিনে ঢাকার বিভিন্ন স্থানে আইন অমান্য করায় ৯০৭টি গণপরিবহনে তল্লাশি চালিয়ে ।   

অভিযানকালে ফিটনেসবিহীন,রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক গাড়ি চালানো, আড়াআড়িভাবে বাস রাখা এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর–ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।

স্পেশাল টাস্কফোর্স সূত্র জানা যায় , স্পেশাল টাস্কফোর্স ২১ এপ্রিল ২০১৯ রবিবার ২৭তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারী মোট ৯০৭টি গণপরিবহনে তল্লাশী করে ১৪৮টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৯৫টি গাড়ি রেকারিং ও ১০টি গাড়ি ডাম্পিং করেছে।

বিস্তারিত তথ্য স্পেশাল টাস্কফোর্স জানায়, ট্রাফিক পূর্ব বিভাগ খিলগাঁও, গোলাপবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০টি গাড়ি তল্লাশী করে ৩০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১০২টি গাড়ি রেকারিং ও ০১টি গাড়ি ডাম্পিং করে।

ট্রাফিক পশ্চিম বিভাগ ডেল্টা হাসপাতাল ও মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯২টি গাড়ি তল্লাশী করে ৪৮টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৩৫টি গাড়ি রেকারিং ও ০৭টি গাড়ি ডাম্পিং করে।

ট্রাফিক উত্তর বিভাগ ধউর ব্রীজ ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৫টি গাড়ি তল্লাশী করে ৩০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৫৪টি গাড়ি রেকারিং করে।

ট্রাফিক দক্ষিণ বিভাগ তাঁতী বাজার ও বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০টি গাড়ি তল্লাশী করে ৪০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১০৪টি গাড়ি রেকারিং ও ০২টি গাড়ী ডাম্পিং করে ।

২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।

Bootstrap Image Preview