Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৪:০৫ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোরে পালংখালী কেরুনতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ২০ হাজার পিস ইয়াবা ও কিছু দেশীয় তৈরি ধারালে অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

নিহত দুইজন হলেন, উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ফারুক হোসেন (২৩), সাইফুল ইসলাম (২৫)।

দুপুর ১২ টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ইয়াবা নিয়ে আসছে পাচারকারী চক্র এমন খবরে অভিযানে যায় বিজিবি। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ধারালো অস্ত্র নিয়ে বিজিবির দিকে তেড়ে আসে পাচারকারীরা। এসময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ এই দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview