Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০২:০৯ PM

bdmorning Image Preview


ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ মুন্সিগঞ্জের শিক্ষার্থী সেতু মন্ডল ও গাজীপুরের শিক্ষার্থী মনিকা গোমেজের ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার, বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর এলাকার প্রাণ কেন্দ্র মনিরামপুর বাজার কালীমন্দির সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার, বিচার এবং সকল সহিংসতা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কে, এম, মতিয়ার রহমান, বিপ্লব কুমার সরকার, শ্যামল কুমার সাহা, সাংস্কৃতিক কর্মী কাজী শওকত, শংকর ব্যানার্জী, উৎপল কুন্ডু প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার শত শত মানুষ প্রমুখ।

এসময় বক্তারা সেতু মন্ডল ও মনিকা গোমেজের হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Bootstrap Image Preview