Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি ও চলমান নোয়াখালীর ব্যবস্থাপনা সম্পাদক দিদারুল আলম ও তার পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী প্রেস ক্লাব ও নাগরিক সমাজ। 

আজ রবিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তাগণ অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গতকাল (২০ এপ্রিল) সকালে কতিপয় সন্ত্রাসীরা চন্দ্রপুরস্থ দিদারুল আলমের বাসভবনে হামলা চালিয়ে তাকে ও তার পিতামাতা ও ছোট ভাইকে আহত করে এবং বাড়িঘরে বেপরোয়া হামলা ও ভাংচুর, লুটপাট চালায়। খবর পেয়ে দিদার ছুটে গেলে সন্ত্রাসীরা দিদারকেও মারধর করে আহত করে।
 

Bootstrap Image Preview