Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ভিজিডির চাল আত্মসাতের ঘটনায় আ'লীগ নেতা বহিষ্কার

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


হিলিতে ভিজিডির চাল আত্মসাতের ঘটনায় আটক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল বাবুকে দলের মান ক্ষুন্ন করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলা আওয়ামী লীগের মাসিক বৈঠকে উপস্থিত উপজেলা, পৌর ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি রেজুলেশন হওয়ার পর জেলা ও কেন্দ্রে পাঠানো হবে।

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ হারুন বলেন, দুস্থ নারীদের উন্নয়নের জন্য (ভালনারেবল-গ্রুপ-ডেভেলপমেন্ট) দেওয়া ভিজিডির চাল আত্মসাতের ঘটনায় আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবু আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন।

বর্তমান সরকার যেখানে উন্নয়নের জন্য কাজ করছে সেখানে একজন দলের নেতা হয়ে কিভাবে দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত করে। দলের মান ক্ষুন্ন হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিহাট ইউপির চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে ফেব্রুয়ারি মাসে বরাদ্দ হওয়া ভিজিডির ২০ হাজার ৯শ’ ৪০ কেজি চাল আত্মসাতের ঘটনায় আটক করে পুলিশে দেন। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

পরে পুলিশ তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেলহাজতে পাঠান। বর্তমানে বাবু দিনাজপুর কারাগারে রয়েছেন। এছাড়াও ওই মামলাটি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর তদন্ত করছে।

Bootstrap Image Preview