Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ফলনের পার্থক্য কমাতে কৃষক মাঠ দিবস পালিত

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১১:০১ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


বান্দরবানে ফলনের পার্থক্য কমাতে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

শনিবার (২০ প্রিল) সকালে কৃষি অধিদপ্তরে উদ্যোগে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়ায় এনএটিপি ২ প্রকল্পের আওতায় ফলন পার্থক্য কমানো প্রযুক্তি বিষয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ওমর ফারুক। অন্যান্যদের মধ্যে উপ-সহাকরী কৃষি কর্মকর্তা খোরশিদা বেগম, চন্দ্রা তঞ্চঁঙ্গ্যা, ডলুপাড়া সিআইজি সভাপতি, গুংরুমুখ সিআইজি মহিলা সভাপতিসহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। 

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন বোরো ধান ব্রি-ধান ৮৪ জাতটি বান্দরবান সদরে প্রথমে প্রথমবার চাষ করা হয়। জাতটি নতুন এবং ২০১৭ সালে ব্রি জাতটি অবমুক্ত করেন। ব্রি-ধান ৮৪ জাতটি ব্রি-ধান ২৮ জাতের বিকল্প, জিংক সমৃদ্ধ ফলন সঠিক পরিচর্যা করলে ৮ মেঃটন/হেঃ পর্যন্ত ফলন হতে পারে।

জানা গেছে, ডলুপাড়া এলাকার কৃষক উথোয়াইপ্রু মার্মাকে পরীক্ষামূলক ভাবে চাষ করার জন্য ব্রি ধান- ৮৪ দেয়া হয়। পরবর্তীতে এলাকার অন্যান্য কৃষক তার থেকে সংরক্ষিত বীজ নিয়ে পরবর্তী মৌসুমে সম্প্রসারণ করতে পারে। 

Bootstrap Image Preview