Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাবুলে তথ্য মন্ত্রণালয়ে হামলায় নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানের কাবুলে তথ্য মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয়েছে। আটকা পড়েন অন্তত দুই হাজার মানুষ। এসময় কয়েক ঘণ্টা গোলাগুলি অব্যাহত ছিল বলে জানায় আফগান কর্তৃপক্ষ।

শনিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কাবুলের কেন্দ্রস্থল ও সুরক্ষিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিবিসির এক সংবাদে জানা যায়, সন্ত্রাসী হামলায় বন্দুকধারী ও পুলিশ সদস্যসহ ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রায় ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধের পর দেশটির নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রে আরো জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে তথ্য মন্ত্রণালয় ভবনের বাইরে হঠাৎ বিস্ফোরণ হয়। এর পরেই সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। বন্দুকধারীদের একজন মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী মারা গেছেন।

সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ৮ জন নিহতসহ আরও ৮ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে আফগান সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার এক দিন পর এ হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

Bootstrap Image Preview