Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলা পরিষদের পুকুরের পানির ফিল্টার সংস্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৮:২৩ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


দেবহাটার টাউনশ্রীপুর জেলা পরিষদের পুকুরে পানির ফিল্টার সংস্কার পরবর্তী উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের পরামর্শে সদস্য আল ফেরদৌস আলফার ব্যক্তিগত অর্থায়নে এ ফিল্টর উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, বেগম রোকেয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, টাউনশ্রীপুরস্থ জেলা পরিষদের পুকুরের পাড়ে ২০০৬ সালে বেসরকারি সংস্থা উত্তরণ পানি শোধনের একটি পানির ফিল্টার স্থাপন করে। পরে সেটি রক্ষণাবেক্ষণের অভাবে এলাকার মানুষের খাওয়ার পানির সংকট দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা জেলা পরিষদের সদস্য আল ফেরদৌসকে জানানো হলে তিনি একটি নতুন ফিল্টার তৈরি করে দেন।

কিন্তু উক্ত পানির ফিল্টারের ভিতরে ময়লা-আবর্জনা ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ফিল্টারটি প্রায় অকেজো হয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়রা জেলা পরিষদের সদস্যকে জানালে তিনি নতুনভাবে উক্ত ফিল্টার সংস্কার করেন।

Bootstrap Image Preview