Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ১১:২০ AM

bdmorning Image Preview


ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চুড়ান্ত দিনে সদর থানা ও কোটচাঁদপুর থানা কাবাডি দল প্রতিযোগিতা করে। ৩০ মিনিটের এ খেলায় কোটচাঁদপুর থানা দলকে ৪৯-৪৪ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে সদর থানা কাবাডি দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জাম।

এসময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান, কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন, যুবলীগ নেতা বাছের আলম সিদ্দিকীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা প্রমুখ।

উল্লেখ্য, রবিবার (১৪ এপ্রিল) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে জেলার ৬টি থানা কাবাডি দলে অংশ নেয়।

Bootstrap Image Preview