Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ১০:৩৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তরপ্রদেশের কানপুরে রুমা রেল স্টেশনের কাছে পূর্বা এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন আহত হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এরপরই উদ্ধার কাজ শুরু হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রেনটি শুক্রবার রাতে হাওড়া থেকে ছেড়ে যায়। কানপুরে পৌঁছালে রাত ১টার দিকে ট্রেনের ১০টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে ৪টি কামরা পুরোপুরি উল্টে গেছে।

ভারতীয় রেলওয়ের এডিজি (পিআর) স্মিতা শর্মা জানিয়েছেন, সব যাত্রীদের বের করে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে আছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানায়, রেলের পক্ষ থেকে আটকে যাওয়া যাত্রীদের জন্য বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোতে করেই যাত্রীদের কানপুর স্টেশনে নেয়া হয়েছে। কানপুর থেকে বিশেষ ট্রেনে করে যাত্রীদের দিল্লি পৌঁছে দেয়া হবে।

Bootstrap Image Preview