Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ রানে আসরের দ্বিতীয় জয় পেল বেঙ্গালুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:২৭ AM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৯:২৭ AM

bdmorning Image Preview


ইডনে গার্ডেন্সে বেঙ্গালোরের কাছে ১০ রানে হারল কলকাতা। বিরাট বাহিনীর ২১৩ রানের জবাবে ২০ ওভার খেলে ২০৩ রান তোলে ডিকের কলকাতা। এ দিনও ইডেন সাক্ষী থাকল আন্দ্রে রাসেলের ছক্কাবৃষ্টির। তাতেও কানের পাশ দিয়ে ম্যাচ বেরিয়ে গেল কলকাতার। 

প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার সামনে ২১৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বেঙ্গালোর। দলকে এক দায়িত্ব নিয়ে বিরাট রানের দিকে টেনে নিয়ে যান কোহালি। ৫৮ বল খেলে কোহলি করেন ১০০ রান। বিরাটের এই ইনিংস ৯টি চার এবং ৪টি ছক্কায় সাজানো। সেঞ্চুরি হাঁকানোর পরেই হ্যারি গার্নের বলে আউট হয়ে যান বিরাট। ক্যাপ্টেন ছাড়া বেঙ্গালোরের হয়ে ৬৬ রান করেন মইন আলি। ২৮ বলে মইন ৫টি চার এবং ৬টি ছয় মারেন। আর তাঁদের সুবাদেই মাত্র ৪ উইকেট হারিয়ে বিশাল রানের পাহাড় খাড়া করে বেঙ্গালোর। কলকাতার হয়ে গার্নে, নারিন, রাসেল এবং কুলদীপ যাদব প্রত্যেকে একটি করে উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই টালমাটাল অবস্থা হয় কলকাতার। ২ রান করে আউট হয়ে যান ক্রিস লিন। সুনীল নারিন করেন ১৮ রান। শুভমন গিল এবং রবীন উথাপ্পা দু'জনেই ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কলকাতার হয়ে চমক দেখাতে শুরু করেন নীতীশ রানা এবং আন্দ্রে রাসেল। ৪৬ বলে ৮৫ রান করেন নীতীশ। ৫টি ছক্কা আর ৯ টি চার মারেন তিনি।

অন্যদিকে ২৫টি মাত্র বল খেলে ৬৫ রানের ইনিংস উপহার দেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকান ৯টি এবং ৪ মারেন মাত্র ২টি। এক্কেবারে শেষ মুহূর্তে কোহলি রান আউট করেন রাসেলকে। আর তাতেই তাল কেটে যায় কলকাতার। ৫ উইকেটে ২০৩ রান তোলে কলকাতা। মাত্র ১০ রানে হারতে হয় বিরাট বাহিনীর কাছে। 

Bootstrap Image Preview