Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাবার দিতে দেরি করায় প্রশাসন পরিচয়ে দোকানিকে মারধর

গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে জননী নামের একটি রুটিন দোকানে খাবার দিতে দেরি হওয়ায় প্রশাসনের লোক পারিচয়ে বাবু ও জুবায়ের নামের দুই দোকানদারকে পিস্তল ঠেকিয়ে বেধড়ক পিটিয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌর শহরের শহিদ ফিরোজ চত্ত্বর সংলগ্ন রাজশাহী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

জননী হোটেলের পরিচালক মোঃ বাবু ও জুবায়ের জানান, সাদা পোষাকে একটি লোক ওই দোকানে ঢুকে দুইটি রুটি নিবে বলে জানান। দোকানে প্রচণ্ড ভীড় হওয়ার কারণে রুটির করিগর জানান, একটু দেরি হবে। এতে ওই লোক ক্ষীপ্ত হয়ে 'ওই মিয়া' বলে দেখা নেবার হুমকি দেয়।

এ সময় রুটির কারিগর 'মিয়া বলে কেন ডাকছেন, মিয়া কাকে বলে' জানতে চান। এই কথা বলার পর সে ওই লোক হুমকি দিয়ে বলে 'মজা দেখাচ্ছি'। এই বলে অজ্ঞাত ওই লোক বাইরে গিয়ে একটু পরই তার সাথে ৪-৫ জন লোক হাতে লাটিসোটা দিয়ে এসে দোকানে হাজির হয়ে কোন কথা ছাড়াই বাবু ও জুবায়েরকে বেধড়ক পেটাতে থাকে।

দোকানদার বাবু জানান, তারা কোন কথা বা পরিচয় তেমনভাবে দেয়নি, শুধু প্রশাসনের লোক বলে দাবি করছে। আমি তাদের সাথে কথা বলতে ও বাধা দিলে আমার মাথায় পিস্তল বের করে মাথায় ঠেকিয়ে ভয় দেখায় ও বাকীরা পেটাতে থাকে। আমার ভাই জুবায়ের কথা বলতে গেলেও তাকে চুলায় থাকা জ্বলন্ত খড়ি বের করে পেটায়। এতে হাতে দুই জনেরই আঘাতের চিহৃ আছে। হোটেলে ভিতরে গিয়ে তারা মিষ্টির হাড়ি গুলোও উল্টিয়ে দিয়ে চলে যায়।

দোকানদার বাবু আরো জানান, তারা আমাদের মারধর করে সাদা মাইক্রোতে চড়ে চলে যান। ওই গাড়ি নম্বর ঢাকা 'মেট্রো-চ- ৫৩৫৫৫৪'।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোদাগাড়ী বণিক সমিতি এই বিষয়ে আইননের আশ্রয় নিবে বলে জানা গেছে।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানাও ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনা শুনার পর মোঃ হাসমত আলীকে (ওসি-তদন্ত) ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview