Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলের ছাদের পলেস্তার খসে পড়ে শিক্ষক আহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:০৯ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নরসিংদীর মনোহরদীতে স্কুলের ছাদের পলেস্তার খসে পড়ে সেলিনা বেগম নামের এক সহকারি শিক্ষক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গন্ডারদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, দুপুরে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা বেগম শ্রেণিতে পাঠদানের জন্য অফিস কক্ষ থেকে বের হয়ে দরজার সামনে গেলেই হঠাৎ ছাদ থেকে পলেস্তার খসে মাথায় পড়ে। তখন তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত শিক্ষককে বাড়িতে পাঠিয়ে দেন। ইতিপূর্বে অত্র বিদ্যালয়ে একই কায়দায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিয়ন ও আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আইনুন্নাহার জানান, বিকল্প কোন ব্যাবস্থা না থাকার জন্য দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ এই ভবনে আমরা শিক্ষার্থীদের পাঠ দান করে যাচ্ছি। ইতিপূর্বে একইভাবে আমি এবং আমার অফিসের পিয়ন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগির বলেন, বিদ্যালয়ের ভবনটি অনেক দিনের পুরনো। নতুর ভবনের জন্য টেন্ডার হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে।

Bootstrap Image Preview