Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রচণ্ড গরমে মাশরাফি ও বিজয়দের ম্যাচের আম্পায়ারের দায়িত্ব ছাড়লে নাদির শাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


চলতি ডিপিএলে সুপার লিগের তৃতীয় রাউন্ডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচের আম্পায়ের দায়িত্বে ছিলেন নাদির শাহ ও মাহফুজুর রহমান।

কিন্তু প্রচণ্ড গরমে এই দিন মাঠে পুরো ম্যাচ আম্পায়ারের দায়িত্ব পালন করতে পারলেন না নাদির শাহ। প্রথম ইনিংসে প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময় আম্পায়ার ছিলেন নাদির শাহ। কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন আবাহনী মাঠে ব্যাটিং করতে নামে তার বদলে মাঠে ঢুকতে দেখা গেলো ম্যাচের রিজার্ভ আম্পায়ার সোহরাব হোসেনকে? 

প্রচণ্ড গরমে প্রায় সাড়ে তিন ঘণ্টা রোদে দাঁড়িয়ে আম্পায়ারিং করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন নাদির শাহ। এছাড়া ব্যথাও পেয়েছেন হাঁটুতে। 

এমতাবস্থায় তার পক্ষে দ্বিতীয় ইনিংসে পুনরায় সাড়ে তিন ঘণ্টা আম্পায়ারিং করা সম্ভব নয়- তা দেখেই বোঝা যাচ্ছিলো। তাই ম্যাচ রেফারি ওবায়দুল হক দুই দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং এনামুল হক বিজয়ের সঙ্গে কথা বলে রিজার্ভ আম্পায়ার সোহরাব হোসেনকে দায়িত্ব দেন দ্বিতীয় ইনিংসে ম্যাচ পরিচালনা করতে।

Bootstrap Image Preview