Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভুল করে মোদিকে ভোট, ক্ষোভে নিজের আঙুল কাটলেন যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


‘ভুল করে‌’ ভোট দেওয়ায় নিজের আঙুল কেটে ফেললেন এক ভোটার। বহুজন সমাজবাদী পার্টির পরিবর্তে ভুলবশত বিজেপি’র চিহ্নে ভোট দেওয়ায় ছুরি দিয়ে নিজের আঙুল নিজেই কেটে ফেলেন পবন কুমার(২৫)। এ ঘটনাটি ঘটেছে ভারতের বুলন্দশহরের শিকারপুরে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভারতজুড়ে বিভিন্ন প্রান্তে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়। বুলন্দশহরেও সকাল ৭টায় বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়ে। এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের বিপরীতে প্রার্থী ছিলেন এসপি-বিএসপি-আরএলডি জোট প্রার্থী যোগেশ শর্মা। 

এদিন সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পর ভুলবশত বিএসপি চিহ্নের বোতামের বদলে পদ্মচিহ্নে ভোট দেন বিএসপি সমর্থক পবন। ভুল চিহ্নে ভোট দেওয়ার জন্য নিজের ওপরই নিজে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। হতাশায় ভেঙে পড়ে। অবশেষে ছুরি দিয়ে নিজের আঙুলই কেটে ফেলেন পবন।

জানা গেছে, পবন কুমার শিকারপুর এলাকার আবদুল্লা হুলাসান গ্রামের বাসিন্দা।  

Bootstrap Image Preview