Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আতাহারের পর এবার আইপিএলে যাচ্ছেন বাশার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


চলছে আইপিএলের দ্বাদশ আসর। এই আসরে বাংলাদেশ দল থেকে একমাত্র প্রতিনিধিত্ব করার সুযোগে পেয়েছেন সাকিব আল হাসান। যদি চলতি আসরে তার দল হায়দ্রাবাদের একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি। এবার আরো এক হাবিবুল বাশার সুমন আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব দেবেন। 

বর্তমানে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএল(ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। আতাহার আলী খানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আইপিএলে ধারাভাষ্য দিতে আজ ভারতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাতদিনের জন্য ভারতে থাকার কথা তার।

ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার হয়ে বাংলায় ধারাভাষ্য দেবেন বাশার। আইপিএল দিয়েই ক্রিকেট ধারাভাষ্যের হাতেখড়ি হতে যাচ্ছে তার। তবে দীর্ঘদিন ক্রিকেট খেলার মধ্যে থাকায় প্রথমবারের মতো ধারাভাষ্য দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আত্নবিশ্বাসী বাশার বলেন,আমি মনে করি খুব একটা সমস্যা হবে না।আমার ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে।আমি তো ক্রিকেট নিয়েই কথা বলব, তাই না? যেহেতু ক্রিকেট নিয়ে আমার ধারণা ভালই আছে সুতরাং আমার ধারাভাষ্য করতে কোন সমস্যা হবে না।

Bootstrap Image Preview