Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


রূপগঞ্জে নদীপথে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি বড় ছুরি, ২টি দা, ২টি রাম দা, ২টি চাকু জব্দ করা হয়।

আজ শুক্রবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান-১, (সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প) কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপর জেলা কালীগঞ্জ উপজেলা, দড়িসোম এলাকার দুলু মিয়া ছেলে শাহিন (৩০), একই এলাকার লিটন মিয়ার ছেলে সোহেল (২৯), নরসিংদীর পলাশ থানার ইসলামপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে সাদ্দাম (২৮), একই থানার কাজৈর এলাকার সুলতান হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩), গাজীপর জেলা কালীগঞ্জ উপজেলা, দড়িসোম এলাকার জাহাঙ্গির কবিরের ছেলে উৎপল কবির (১৯) গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা, দড়িসোম এলাকার সবুজ মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২০)।

কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, দীর্ঘদিন যাবৎ তাদের এই সংঘবন্ধ দল গাজীপুরের কালীগঞ্জ থানাধীন গুদারাঘাট এলাকায় নদীতে চলাচলরত বালি, পাথর ও মালামাল পরিবহণকারী বিভিন্ন নৌযান ও ড্রেজার মেশিন ডাকাতি করে আসছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন সময় দাপটের সাথে ডাকাতি কার্যক্রম চালিয়ে শীতালক্ষা নদীতে ত্রাসের রাম রাজত্ব অব্যাহত রাখে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ শীতালক্ষা নদীতে সক্রিয় ডাকাতির ঘটনার দায় স্বীকার করেন বলে জানান তিনি। 
 

Bootstrap Image Preview