Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে পুলিশকে পেটানোর ঘটনায় দু'জনের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে আটক যুবককে ছাড়িয়ে নিতে পুলিশ ফাঁড়ির ভেতরে প্রবেশ করে ৩ পুলিশকে পেটানোর ঘটনায় ছাত্রলীগের ২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে মারধরের শিকার গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) মো. মামুন বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলাকৃত আসামিরা হলেন, গোপালদী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজয় সাহা (২৫) ও ছাত্রলীগ কর্মী দিদার ইসলাম (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের অভিযোগে এইচএসসি পরীক্ষার্থী দিদার ইসলামকে সন্দেহবশত গোপালদী বাজারের কলেজ রোড থেকে আটক করে পুলিশ। এ খবর পেয়ে গোপালদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজয় সাহা তাকে ছাড়িয়ে আনতে গোপালদী তদন্তকেন্দ্রে যান। এসময় পুলিশ দিদার ইসলামকে ছাড়তে অস্বীকৃতি জানালে সুজয় পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এটিএসআই মো. মামুন প্রতিবাদ করলে সুজয় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন।

এসময় সুজয় মুঠোফোনে কল দিলে মুহূর্তের মধ্যে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এসে পুলিশের ওপর হামলা চালান। পরে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে করে ঘটনাস্থলে গিয়ে সুজয় ও দিদারকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় এটিএসআই মো. মামুন, কনস্টেবল আবুল বাশার ও ইমরান আহত হন। এরই মধ্যে ছাত্রলীগ নেতা ও আটক ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ।

এটিএসআই মামুন বলেন, গোপালদী এলাকার আশপাশ থেকে ইভটিজিংয়ের অভিযোগ আসছিল অনেকদিন থেকেই। বুধবার (১৭ আএপ্রিল) সকালে একটি মেয়ের সঙ্গে কথা বলতে দেখে দিদারকে আটক করে তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়। দিদার ছাত্রলীগ নেতা সুজয়কে ফোন করে তদন্তকেন্দ্রে আসতে বলে। সুজয় এসেই ক্ষিপ্ত হয়ে আমাকে ঘুষি দিয়ে ফেলে দেয়। এরপর দুই কনস্টেবল এগিয়ে আসলে সুজয় ও তার সঙ্গে থাকা লোকজন আমাদের পিটিয়ে আহত করে। এ ঘটনায় মামলা না করে দিদার ও সুজয়কে ছেড়ে দেয় পুলিশ।

আড়াইহাজার থানা পুলিশের ওসি আক্তার হোসেন বলেন, আইনিভাবে তাদের ২ জনকে ছাড়া হয়েছে। সুজয় অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ও দিদারকে পরীক্ষার জন্য ছাড়া হয়েছে। এখন যেহেতু মামলা হয়েছে যেকেনো সময় তাদেরকে গ্রেফতার করা হবে।

Bootstrap Image Preview