Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরান-ওমানের যৌথ নৌমহড়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


মাস্কাট উপকূলে সামরিক বন্ধুত্ব বিষয়ক যৌথ কমিটির আওতায় যৌথ নৌমহড়া চালিয়েছে ইরান ও ওমান। মহড়ায় ত্রাণ ও উদ্ধার বিষয়ক অনুশীলন চালানো হয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মিডিয়া কেন্দ্র নৌমহড়ার বিষয়ের তথ্য জানিয়েছেন।

ওমানের রাজকীয় বিমান বাহিনী, সীমান্ত প্রহরী ব্রিগেড এবং ইরানি সেনাবাহিনীর আওতাধীন নৌবাহিনী ও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন নৌবাহিনীর কয়েকটি ইউনিট মহড়ায় অংশ নিয়েছে।

যৌথ মহড়ায় অংশগ্রহণকারী ইরানি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল গাদির নিজামি। বর্তমানে প্রতিনিধি দলটি মাস্কাট সফর করছে।

Bootstrap Image Preview