Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালে ইলেকট্রিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


বরিশালে ইলেকট্রিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যারস অ্যান্ড মাল্টি প্রোডাক্টস (এমইপি) লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর হাটখোলা এলাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিফতরের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ ভ্রাম্যাণ আদালত পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, এমইপি কারখানায় শ্রমিক সুরক্ষা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও ইমারজেন্সি এক্সিট পথ পর্যাপ্ত না থাকা, শিশু শ্রম, ইলেকট্রিক ওয়ারিং ত্রুটিপূর্ণ এবং শ্রমিকদের বেতন বৈসম্যসহ নানা ত্রুটি ধরা পড়ে। এসব কারণে এমইপি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ত্রুটিগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview