Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অগ্নি-নিরাপত্তা নিশ্চিতে গঠিত হচ্ছে ডিএনসিরি’র তিনটি কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় সকল ভবনের অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনটি কমিটি গঠন করা হবে। কমিটি তিনটি হচ্ছে– কেন্দ্রীয় কমিটি, কারিগরী কমিটি ও পরিদর্শন কমিটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ডিএনসিরি’র নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অগ্নি-নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় মেয়র বলেন, ডিএনসিসির সকল ভবনে পর্যায়ক্রমে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে কাজ করতে হবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাইকে আহবায়ক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এই কমিটিতে আরো থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, অগ্নি-নির্বাপক বিশেষজ্ঞ, অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি।

কারিগরী কমিটি মূলত বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণের নেতৃত্বে ইতোমধ্যে গঠিত হওয়া পরিদর্শন কমিটিতে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করা হবে।

উল্লেখ্য ভবন পরিদর্শন কমিটি ইতোমধ্যে ৩৩টি ভবন পরিদর্শন করেছে। এর মধ্যে রয়েছে বহুতল শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, হাসপাতাল ও বেসরকারি অফিস।

মতবিনিময় সভায় উপস্থিত অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রত্যেকে কমপক্ষে ৫টি করে ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

Bootstrap Image Preview