Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মতো সৌদি বাদশার সাথে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠকে বসেছেন প্রথমবারের মতো সৌদি আরব সফরে আসা ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

বৈঠকে বাদশাহ বলেন, ইরাকের সঙ্গে তার দেশ সম্পর্ক বাড়াতে চাচ্ছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর প্রতি জোর দিয়েছেন আবদুল মাহদি।

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রেই সৌদি আরবের সঙ্গে আমরা সম্পর্ক জোরদার করতে চাই। তার সৌদি সফরে এ রূপকল্পই উঠে এসেছে।

এ সময় দুই দেশ জ্বালানি, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন খাতে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।

চলতি মাসের শুরুতে সৌদি আরবের একটি প্রতিনিধিদল ইরাক সফর করে। এ সময় বাগদাদে সৌদি আরবের নতুন কনস্যুলেট উদ্বোধন করা হয়।

এ ছাড়া ইরাকের উন্নয়ন খাতে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা ঘোষণা করে সৌদি। ১৯৯০ সালে কুয়েতে ইরাকের সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক চলছিল।

কিন্তু মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব নিয়ন্ত্রণে বাগদাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী হয়ে উঠেছে সৌদি আরব।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরান ও কায়রো সফরেও যাবেন আবদুল মাহদি। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের জোরালো সম্পর্ক রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলোর সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো।

Bootstrap Image Preview