Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে শীর্ষ ৪ জঙ্গির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


নরসিংদীর শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থাকা শীর্ষ চার জঙ্গির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিজ্ঞ হাকিম উভয়পক্ষের শুনানী শেষে এই ৪ জঙ্গির বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই তিন জঙ্গিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড এর আবেদন করে পুলিশ।

এই চার জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় এবং তাদের বিরুদ্ধে ঢাকা পল্টন  থানায় একটি মামলা রয়েছে। যার মামলা নং- ৪৮/১০/১৮।  

তৎকালীন মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে শেখেরচরের জঙ্গি আস্তানার ঘটনায় বুধবার এবং মাধবদীর জঙ্গি আস্তানায় ঘটনায় বৃহস্পতিবার এ মামলাটি দায়ের করেন।

আটককৃত জঙ্গিরা হলেন- নজরুল ইসলাম, পিতা- আঃ কুদ্দুস, আঃ হান্নান, পিতা- মোসলেহ উদ্দিন, আঃ  মালেক, পিতা- শফিকুল হক, রকিবুল হাসান, পিতা- মৃত: আঃ রহিম। 

শেখেরচরে ভগীরথপুর এলাকার বিল্লাল মিয়ার বাড়ির জঙ্গি আস্তানায় ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজকেও আসামি করা হয়েছিল।

এ ছাড়া মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার হাজী আফজালের সাততলা বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় গ্রেফতারকৃত জঙ্গি খাদিজা আক্তার মেঘনা ও মৌসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছিল এই মামলায়।

মামলায় তখন ৩-৪ জনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজ জঙ্গিদের বাড়ি ভাড়া নিতে সহায়তা করেছিল।

শেখেরচরের ঘটনায় এসআই এনায়েত কবির ও মাধবদীর ঘটনায় এসআই বাবু উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা করেন।

এদিকে এই জঙ্গিদের ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে কঠোর নিরাপত্তার সাথে আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় নরসিংদী কোর্টে আনার পর গারদ খানায় রাখা হয়। দীর্ঘ ৩ ঘন্টা পর পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ হাকিমের আদালতে হাজির করা হয়। বিজ্ঞ হাকিম উভয় পক্ষের শুনানী শেষে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। 

Bootstrap Image Preview