Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০২:১০ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview


বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টা মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শুভগাছা দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় শুভগাছা বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শুভগাছা দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. মোস্তফা কামাল, সহ সুপার মাও. মো. হাযদার আলী, শিক্ষক মোস্তাফিজার রহমান, নাসির উদ্দিন টপি, আব্দুল মজিদ, আব্দুল আলিম, আশরাফ আলী, এলাকাবাসি রেজাউল করিম লাভলু, তাহিদুল ইসলাম, ইমাম হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, মামলা হওয়ার পর থেকে মেয়ে পরিবারকে বিভিন্নভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে আসছে। মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের গোলজার হোসেনের মেয়ে ক্ষেত এলাকা থেকে ছাগলের জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতে যায়। এ সময় একই গ্রামের আব্দুস ছামাদের ছেলে এনামুল হক পূর্ব থেকে তাদের ভুট্টার জমি দেখতে গিয়ে পাশের জমিতে ওই ছাত্রীকে ভুট্টার পাতা ছিড়তে দেখে তাকে জোড় পূর্বক ভুট্টার ক্ষেতের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

Bootstrap Image Preview